onuktonews.com

শ্রীপুরে ভয়ংকর ডাকাতি: ছুরির মুখে জিম্মি করে ঘর থেকে দুই লাখ টাকার মালামাল লুট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক পরিবারের ওপর নেমে এলো ডাকাতদের ভয়াবহ আক্রমণ। রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে সোমবার গভীর রাতে মুখোশধারী ডাকাতদল একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ডাকাতিপ্রতীকী ছবি

ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন জানান, রাত প্রায় ৩টার দিকে তিনি বাইরে যাওয়ার জন্য ঘরের দরজা খুলতেই হঠাৎ করে কয়েকজন অচেনা ব্যক্তি ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে তাকে বেঁধে ফেলা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। ডাকাতরা ধারালো ছুরি উঁচিয়ে ধরে পরিবারের সবাইকে ভয় দেখাতে থাকে।

পরে তারা ঘরের আলমারি ও ব্যাগ খুলে নগদ অর্থ, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। চলে যাওয়ার সময় তারা কাউকে কিছু জানালে মারাত্মক পরিণতির হুমকি দেয়।

পরিবারের সদস্যরা আতঙ্কে কিছু বলতে না পারলেও পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং রাতের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন।

Analysis | Habibur Rahman

Exit mobile version