onuktonews.com

গণতন্ত্রের পিঠে ছুরিকাঘাত করে ক্ষমতায় আসতে চায় একটি বিশেষ মহল: ডা. রফিকুল ইসলাম

নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অমলিন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে হবে।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ডা. মিলন অডিটোরিয়াম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ১২ জানুয়ারি ২০২৬ছবি: বিএনপির সৌজন্যে

আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ঢাকা মেডিক্যাল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল এখনো ওত পেতে আছে। তারা জনগণের রায়কে ভয় পায়, তাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নীলনকশা আঁকছে। এদের প্রতিহত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে তারেক রহমানের নেতৃত্বে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আমাদের পথ দেখাচ্ছে। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছিলেন। সামাজিক ও নারী উন্নয়নের বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু দেশের মাটিতেই হয়েছে, যা প্রমাণ করে তিনি আমৃত্যু দেশ ও জনগণের সঙ্গেই ছিলেন।’

গণতন্ত্র এখনো নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। অগণতান্ত্রিক শক্তি যেন আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমসি শাখা বিএনপির সভাপতি মো. আজিম। শিপন মিয়ার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চিকিৎসক নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Analysis | Habibur Rahman

Exit mobile version