‘মায়ের অসমাপ্ত পথ পাড়ি দেব’—তারেক রহমানের প্রত্যয়; শুক্রবার খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা
“যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব”—মায়ের মৃত্যুর পর এভাবেই নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভাকে সামনে রেখে তারেক রহমানের এই বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন করে শোককে শক্তিতে রূপান্তরের বার্তা দিচ্ছে।

আজ সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। বিএনপির উদ্যোগে হলেও এই শোকসভাটি অনুষ্ঠিত হবে ‘নাগরিক কমিটি’র ব্যানারে, যেখানে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।
আয়োজকরা জানিয়েছেন, এই শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এর মাধ্যমে বেগম জিয়ার প্রতি জাতীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের একটি ক্ষেত্র তৈরি হবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর প্রয়াণে বিএনপি সপ্তাহব্যাপী শোক কর্মসূচি পালন করে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক এবং একদিনের সাধারণ ছুটি পালনের মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানানো হয়।
আগামী শুক্রবারের শোকসভায় বেগম জিয়ার রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রাম এবং দেশ ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হবে। তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, মায়ের রেখে যাওয়া রাজনৈতিক শূন্যতা পূরণ এবং তাঁর আদর্শ বাস্তবায়নে দল কীভাবে সামনে এগোবে, শোকসভায় সে বিষয়েও দিকনির্দেশনামূলক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Analysis | Habibur Rahman