রাজনীতিসর্বশেষ সংবাদ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: বাসদের ১৫ সদস্যের পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে রতন-নিখিল

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর ধারাবাহিক লাঞ্ছনার ঘটনা এবং নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একইসঙ্গে দলটির পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন (বাঁয়ে) ও সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস (ডানে)বাসদের সৌজন্যে।

রোববার রাতে দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে দলবদ্ধভাবে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের এভাবে অপমান ও নাজেহাল করা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। এটি চরম অগণতান্ত্রিক মানসিকতা ও উগ্রপন্থারই বহিঃপ্রকাশ। এর আগে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও একই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বাসদ নেতাদের মতে, সরকার ও প্রশাসন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং একের পর এক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে। তারা স্পষ্ট করে বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ থাকলে প্রচলিত আইনে বিচার হওয়া উচিত, কিন্তু মব জাস্টিস কোনো সমাধান নয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভায় রাজেকুজ্জামান রতনকে আহ্বায়ক এবং নিখিল দাসকে সদস্যসচিব করে ১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। সভায় নেতারা উল্লেখ করেন, নির্বাচনের আর মাত্র ৩০ দিন বাকি এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। অথচ জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি সরকার।

বাসদের পক্ষ থেকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Analysis | Habibur Rahman

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *