অনুক্ত ডেস্কইউরোপসর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার জন্য ২৫ মাস স্বেচ্ছায় জেল কেটেছেন যে নারী

ফ্যাসিবাদের সময় ২০১৩ সালে বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময় যখন খালেদা জিয়াকে তার গুলশানের বাসা থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছিল। তখন একজন গ্রাম্য সহজ সরল মহিলাকে দেখা যায় বেগম খালেদা জিয়ার পাশে শক্ত অবস্থান নিতে।
সেই সময় থেকেই তিনি গণমাধ্যমের নজরে আসেন।

তার নাম ফাতেমা বেগম।

ফাতেমা বেগমের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ-মাদার গ্রামে। তার পিতার নাম রফিকুল ইসলাম এবং মাতার নাম মালেকা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিধবা এবং দুই সন্তানের জননী। ২০০৮ সালে স্বামী মারা যাওয়ার পর জীবিকার সন্ধানে তিনি ঢাকায় আসেন এবং ২০০৯ সালের দিকে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা দেয় আওয়ামী আদালত।
সেই সময় মেডাম জিয়াকে ভালবেসে দায়িত্বের জায়গা থেকে ফাতেমা বেগমও তার সাথে কারাগারে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর আছে কি না আমি জানি না। তবে মালিকের জন্য নিজে স্বইচ্ছায় ২৫ মাস জেলে থাকা চারটিখানি কথা নয়।

তিনি দীর্ঘ প্রায় ২৫ মাস (২০১৮ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত) ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরবর্তীতে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সাথে ছায়ার মতো ছিলেন।

কারাগারে ফাতেমা বেগম খালেদা জিয়ার প্রাত্যহিক কাজকর্মে সহায়তা করতেন। খাওয়া-দাওয়া, ওযু-গোসল করানো থেকে শুরু করে অসুস্থ অবস্থায় তাকে বিছানা থেকে ওঠানো বা ধরবার কাজগুলো তিনি করতেন। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মতে, ফাতেমা কেবল একজন গৃহকর্মী নন। বরং তিনি খালেদা জিয়ার একজন বিশ্বস্ত সেবাসঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

এতকথা বলার কারণ হলো- আপনি যদি ভাল সিইও বা বস বা মালিক না হতে পারেন। তাহলে আপনার জন্য আপনার কর্মী বা গৃহপরিচারিকা এতো সেক্রিফাইজ করবে না।

সেই মানুষটি ছিলেন আপাদমস্তক বাংলাদেশের জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়া। যার জন্য গৃহকর্মীও স্বেচ্ছায় কারাগারে গেছেন।
মহান মাবুদের কাছে দোয়া করি আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে থাকা মজলুম মানুষটিকে আল্লাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন।

®অনুক্ত কামরুল
প্যারিস , ফ্রান্স
৩০/১২/২০২৫

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *