খেলা

ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত ইয়ানসেন, ভারত পিছিয়ে ৩১৪ রানে

গতকাল ঝোড়ো এক ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে নড়বড়ে অবস্থা থেকে বিশাল স্কোর এনে দিয়েছিলেন। কিন্তু নিজের কাজটা সেখানেই শেষ মনে করেননি দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার। আজ তৃতীয় দিনে বল হাতেও আলো ছড়ালেন।

যশস্বী জয়সোয়াল ফিফটি করলেন, ওয়াশিংটন সুন্দর লড়াই করে তুললেন ৪৮ রান, কুলদীপ যাদবও গড়লেন প্রতিরোধ। কিন্তু ইয়ানসেনের ৬ উইকেট (৬/৪৮) আজ সবকিছুকেই ছাপিয়ে গেল। ভারত ভেঙে পড়ল বাজেভাবে, ৯৫/১ থেকে ১২২/৭— ২৭ রানের মধ্যে ৬ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত অলআউট ০১ রানে।

আগের দিন চাপের মুখে নেমে ব্যাট হাতে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ইয়ানসেন। আজ দেখিয়ে দিলেন উপমহাদেশের উইকেটে ফাস্ট বোলিং কেমন হওয়া উচিত সেটাও। তাতে মুগ্ধ ভারতের সাবেক পেসার ইরফান পাঠান এক্সে লেখেন, ‘মার্কো ইয়ানসেনের স্পেলটি ভারতের পিচে অন্যতম সেরা ফাস্ট বোলিংয়ের স্পেল।’
শেষ সেশনে দিনের খেলা শেষ হতে তখনো প্রায় ৪০ মিনিট সময় বাকি। অনেকে ভেবেছিলেন ভারতকে সম্ভবত ফলোঅন করাবেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৮ ওভারে বিনা উইকেটে ২৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাভুমার দল। ১৩ রানে রায়ান রিকেলটন ও ১২ রানে এইডেন মার্করাম ক্রিজে অপরাজিত।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৯ রান করায় ভারত এই টেস্টে এখন পিছিয়ে ৩১৪ রানে।
কী ছিল না? যেমন গতি তেমন বাউন্স। ৬ উইকেটের মধ্যে ৪ উইকেট নিয়েছেন শুধু বাউন্সার মেরেই। ইএসপিএনক্রিকইনফো প্রতিটি বলের হিসাব রাখা শুরুর পর ভারতের মাটিতে কোনো টেস্ট ইনিংসে শুধু বাউন্সারে এটি কোনো বোলারের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। শুধু তা–ই নয়, সফরকারি দলের ক্রিকেটারের ভারতের মাটিতে টেস্টে ন্যূনতম ফিফটি ও ৫ উইকেট ১৭ বছর পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *